ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

তাবিথ আউয়ালকে দেখতে গেলেন ইবরাহিম

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২২
তাবিথ আউয়ালকে দেখতে গেলেন ইবরাহিম

ঢাকা: রাজনৈতিক প্রতিপক্ষের দ্বারা আক্রমণের শিকার বিএনপি নেতা তাবিথ আউয়ালের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে ও দেখতে তার বাসায় যান বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম বীরপ্রতীক।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে তিনি তাবিথ আউয়ালের গুলশানের বাসভবনে যান এবং তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।

এ সময় জেনারেল ইবরাহিম দুষ্কৃতিকারী সন্ত্রাসীদের দ্রুত বিচার দাবি করেন। রাজনীতিতে প্রতিপক্ষ দমনের যে সংস্কৃতি আওয়ামী লীগ সরকার চালু করেছে তা কোনোভাবেই সভ্য সংস্কৃতি হতে পারে না বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, দুষ্কৃতিকারীরা যেভাবে প্রশ্রয় পাচ্ছে তাতে করে এক সময় তারাই ফ্রাঙ্কেনস্টাইন হবে। সেদিন বেশি দূরে নয় যেদিন জনগণের সরকার প্রতিষ্ঠা পাবে। তখন আইনের শাসন কায়েম হবে এবং সব অপকর্মকারী বিচারের আওতায় আসবে। এ সময় তিনি অসুস্থ তাবিথ আউয়ালের দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২২
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।