ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

খেলা

রাজশাহীতে হয়ে গেল আন্তঃজেলা অ্যাথলেটিকস প্রতিযোগিতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৫
রাজশাহীতে হয়ে গেল আন্তঃজেলা অ্যাথলেটিকস প্রতিযোগিতা

রাজশাহী: রাজশাহীতে হয়ে গেল আন্তঃজেলা অ্যাথলেটিকস প্রতিযোগিতা। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে দিনব্যাপী ‘তারুণ্যের উৎসব আন্তঃজেলা অ্যাথলেটিকস প্রতিযোগিতা’র আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার রেজাউল আলম সরকার।

তিনি বলেন, শরীর সুস্থ রাখার জন্য প্রাত্যহিক জীবনে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই আমরা নিজেদের শরীরকে খেলাধুলার মাধ্যমে সুস্থ রাখবো। লেখাপড়ায় মনোনিবেশের পাশাপাশি খেলাধুলার মাধ্যমে দেশ ও জাতি গঠনে সবাইকে সব সময়ই সচেষ্ট থাকবে হবে।

রেজাউল আলম সরকার বলেন, সব ধরনের খেলাধুলায় জয়-পরাজয় থাকবে। এটা নিয়ে হতাশ হওয়া যাবে না। সবাই বিজয়ী হয়ে গেলে সেই প্রতিযোগিতা মূল্যহীন হয়ে যায়। যারা খেলবে তাদের মধ্যে কেউ বিজয়ী হবে আবার কেউ পিছিয়ে থাকবে। যারা পিছিয়ে থাকবে তারা পরে আরও বেশি উৎসাহ-উদ্দীপনা নিয়ে প্রচেষ্টা চালিয়ে যাবে। এভাবে একদিন সাফল্য আসবেই।  

রাজশাহী যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) এটিএম গোলাম মাহবুবের সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের নির্বাহী সদস্য লুৎফর রহমান ও জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিকেলে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অ্যাথলেটিকস প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নেওয়া বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।

আজকের এ প্রতিযোগিতায় ১০টি পুরুষ ও ৮টি নারী ইভেন্টসহ মোট ১৮টি ইভেন্টে রাজশাহী বিভাগের ৮ জেলা থেকে আসা প্রতিযোগীরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৫
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।