নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে তারুণ্যের উৎসবে নানা কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। নীলফামারী ও ফরিদপুরের পর এবার তারুণ্যের উৎসবে আর্চারির নানা আয়োজন সম্পন্ন হলো টঙ্গীর আর্চারি প্রশিক্ষণ কেন্দ্রে।
সকাল থেকে শুরু হয় আর্চারি প্রতিযোগিতা। ন্যাশনাল ওপেন র্যাংকিং টুর্নামেন্টে মোট ৬০ জন প্রতিযোগী অংশ নেয়। এর মধ্যে ছেলে ২৭ জন। আর মেয়ে ৩৩ জন। প্রতিযোগিতা হয়েছে ছেলেদের ও মেয়েদের রিকার্ভ এবং কম্পাউন্ডে। আগামী ১৬ থেকে ২৩ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাংকিং টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টের আগে আর্চারদের পরখ করার সুযোগ পেল আর্চারি ফেডারেশন। ছেলেদের রিকার্ভে সোনা জিতেছেন বাংলাদেশ পুলিশের তামিমুল ইসলাম তামিম। ফাইনাল ম্যাচে তিনি হারিয়েছেন বিকেএসপির সাগর ইসলামকে।
মেয়েদের হয়ে এই বিভাগে সোনা জিতেছেন বিকেএসপির উমাচিং মারমা। সিলভার পেয়েছেন পুলিশের ইতি খাতুন। কম্পাউন্ডে ছেলেদের বিভাগে বিমান বাহিনীর হিমু বাছার ও মেয়েদের বিভাগে একই দলের বন্যা আক্তার সোনা জিতেছেন।
সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মুনীরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল ও সিটি গ্রুপের ব্র্যান্ড ম্যানেজার রুবায়েত আহমেদ।
আর্চারি প্রতিযোগিতার পাশাপাশি ছিল বর্ণাঢ্য র্যালি, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল পিঠা উৎসবের উদ্বোধন করেন।
তারুণ্যের উৎসবকে ধারণ করে বাংলাদেশ আর্চারি ফেডারেশন দেশের ৯টি ভেন্যুতে নানা আয়োজন সম্পন্ন করছে। নীলফামারী, ফরিদপুর ও টঙ্গীর আর্চারি প্রশিক্ষণ কেন্দ্রের পর আর্চারি ফেডারেশনের তারুণ্যের উৎসবের বাকি আয়োজনগুলো হবে ২৪ জানুয়ারি নাটোরের খুবজীপুরে, ২৭ জানুয়ারি চুয়াডাঙ্গায়, ২৮ জানুয়ারি নড়াইলে, ৩১ জানুয়ারি রাজশাহীতে, ২ ফেব্রুয়ারি চট্টগ্রামে এবং চূড়ান্ত পর্ব ৮ ফেব্রুয়ারি ঢাকার ঐতিহাসিক পল্টন ময়দানে।
বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৫
এআর/এএইচএস