ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

নাটোরে বসুন্ধরা শুভসংঘের স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৪
নাটোরে বসুন্ধরা শুভসংঘের স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ  নাটোরে বসুন্ধরা শুভসংঘের স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ 

নাটোর: সারা দেশে বিভিন্ন মানবিক ও সামাজিক কাজ করে আসছে বসুন্ধরা শুভসংঘ। একই সঙ্গে শুভসংঘ বিভিন্ন বিষয় নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইনেরও আয়োজন করে থাকে।

তারই ধারাবাহিকতায় শুক্রবার (২৭ ডিসেম্বর) নাটোর স্টেশন চকবৈদ্যনাথ এলাকায় শিশু ও নারীদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন আয়োজন করে বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখা।

শীতকালীন সময়ের স্বাস্থ্য সুরক্ষায় সচেতন করতে, নারী ও শিশুদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন শুভসংঘের সদস্যরা।  

এ সময় সর্দি, কাশি, গলায় খুশখুশে ভাব বা গলা ব্যথা, জ্বর, হাত-পা ফাঁটা, হাত-পা সহজে গরম না হওয়া—এই ধরনের শীতকালীন সাধারণ সমস্যা নিয়ে কথা বলা হয়। ব্যক্তিভেদে অ্যালার্জি থেকেও সমস্যা হতে পারে। এসব রোগ থেকে কীভাবে নিরাময় লাভ করা যায় এবং কীভাবে নিজেকে সুরক্ষিত রাখা যায়, সে বিষয়ে সংক্ষিপ্ত ধারণা দেওয়া হয়। বক্তারা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার ব্যাপারে গুরুত্ব দেন এবং মলত্যাগের পর ও খাওয়ার আগে সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার পরামর্শ দেন।  

শীতকালে মশাবাহিত ম্যালেরিয়া, ফাইলেরিয়া, ডেঙ্গু এবং নানা ভাইরাস জ্বরের প্রকোপ বেড়ে যায়। বিশেষ করে, মশার প্রকোপও শীতকালে বাড়ে। যদিও ডেঙ্গু বর্ষাকালীন রোগ, তবে শীতকালেও এর বিস্তার দেখা যায়। তাই মশার কামড় থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।  

কাঁপুনি দিয়ে উচ্চ তাপমাত্রার জ্বর আসা, বারবার জ্বর আসা, গিটে ব্যথা ইত্যাদির লক্ষণ দেখা গেলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথাও বলা হয়।
আলোচনা শেষে, অংশগ্রহণকারী শিশুদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়। দেওয়া হয়- সাবান, পেস্ট, ব্রাশ ও পেট্রোলিয়াম জেলি।

বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখার সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বলেন, শুভসংঘ সবসময় সবাইকে সঙ্গে নিয়ে ভালো থাকার জন্য বিভিন্ন উদ্যোগ নেয়। প্রতি বছরই মানবিক নানা কাজের মাধ্যমে অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করেছে শুভসংঘ এবং ভবিষ্যতেও আমরা অসহায় মানুষের পাশে থাকব।

সাধারণ সম্পাদক সুস্ময় দাস বলেন, আমরা সবসময় শুভ কাজে সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।  

আজকের এই আয়োজনের মাধ্যমে আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করেছি। সেই সঙ্গে শিশুদের স্বাস্থ্য সুরক্ষার জন্য কিছু উপকরণ উপহার হিসেবে দিয়েছি, যা তাদের সুস্থ থাকতে উৎসাহিত করবে।

এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ আসলাম আলী সরদার, মোছা. রাশেদা খাতুন, শিশির কুমার দাস, মোছা. বর্ষা খাতুন, মোছা. করিশমা আক্তার প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ