ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

খাদ্য সামগ্রী নিয়ে মোরশেদার পাশে বসুন্ধরা শুভসংঘ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৫
খাদ্য সামগ্রী নিয়ে মোরশেদার পাশে বসুন্ধরা শুভসংঘ

চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড আমিনুল হক সওদাগরের নতুন বাড়ির বাসিন্দা সৈয়দা মোরশেদা বেগম (৪৮)। বোয়ালখালীতে একটি শিক্ষা প্রতিষ্ঠানে আয়া হিসেবে কাজ করেন তিনি।

একমাত্র ছেলে মোশারফ হোসেন সামীর শারীরিকভাবে প্রতিবন্ধী। মেয়ে সৈয়দা সুমাইয়া স্যার আশুতোষ কলেজ থেকে এবার এইচএসসি পাশ করেছে।

মাস শেষে বেতন পেয়ে চিন্তার ভাঁজ পড়ে কপালে। স্বল্প এই বেতন দিয়ে প্রতিবন্ধী ছেলের চিকিৎসা, মেয়ের পড়ালেখার খরচ চালাবেন নাকি সংসার চালাবেন সেই চিন্তায় থাকতে হয় দুশ্চিন্তায়। তার এই দুঃখের খবর পৌঁছে যায় বসুন্ধরা শুভসংঘের কাছে।  

শনিবার (৪ জানুয়ারি) সকালে বসুন্ধরা শুভসংঘের বোয়ালখালী শাখার সদস্যরা মুদি ও শীতকালীন সবজি বাজার নিয়ে পৌঁছে যায় তার কাছে।

এসব দেখে তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন। মুহূর্তে মলিন চেহারায় হাসি ফুটে ওঠে।  এসময় সঙ্গে ছিলেন মো. মোশরাফুল হক, মো. রাজিব ও কালের কণ্ঠের বোয়ালখালী প্রতিনিধি এস.এম নাঈম উদ্দীন।  

খাদ্য সামগ্রী পেয়ে মোরশেদা বেগম বলেন, সামান্য বেতনের চাকরি করে সংসার চালাতে আমার হিমশিম খেতে হয়।

তার মধ্যে ছেলে প্রতিবন্ধী। স্বামী বয়স্ক হওয়ায় তিনি কোন কাজ করতে পারেননা। তাই আমাকে চাকরি করতে হয়। কিন্তু ছেলের চিকিৎসা করতেই চাকরির বেতনের টাকা প্রায় শেষ হয়ে যায়। খেয়ে না খেয়ে দিনাতিপাত করতে হয় আমাদের।

এমন দুঃখের সময়ে মুখে হাসি ফুটিয়েছে বসুন্ধরা শুভসংঘ। তারা আমাকে মুদি বাজার ও শীতকালীন বাজার করে দিয়েছে। যা দিয়ে অনেকদিন চলে যাবে আমার। আমি বসুন্ধরা শুভসংঘের উন্নতি কামনা করি এবং সদস্যদের আন্তরিকভাবে দোয়া করি যাতে তারা এমন মানবিক কর্মকাণ্ড করে যেতে পারে।

মো. মোশরাফুল হক বলেন, আমি বসুন্ধরা শুভসংঘের সাথে কাজ করতে পেরে আনন্দিত। তারা যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে তা সত্যিই প্রশংসনীয়। সম্প্রতি সময়ে বোয়ালখালীতে বসুন্ধরা শুভসংঘ অসহায় বিশজন হতদরিদ্র নারীকে বিনামূল্যে সেলাই মেশিন দিয়েছে। যা বোয়ালখালীতে পিছিয়ে পড়া বিশজন নারীর কর্মসংস্থান তৈরি হয়েছে। শুভসংঘ বিশজন নারীদের সেলাই মেশিন দিয়ে এ উপজেলাতে একটি আলোড়ন সৃষ্টি করেছে। এরই ধারাবাহিকতায় আজ এক অসহায় মাকে মুদি বাজারসহ শীতকালীন সবজি বাজার করে দিয়েছে। এভাবে যদি বসুন্ধরা শুভসংঘ অসহায়দের পাশে থাকে তাহলে দেশ থেকে দরিদ্রতা মুছে যাবে বলে মনে করি।  

স্থানীয়রা বলেন, আয়ের একমাত্র মাধ্যম হলেন তিনি। ছেলে প্রতিবন্ধী ও স্বামী বয়স্ক হওয়ায় তিনি চাকরি করে সংসার চালান। তবে সংসারে টানাপোড়ন থেকেই যায়। এমন সময়ে বসুন্ধরা শুভসংঘ পাশে দাঁড়িয়েছে যেন তৃষ্ণার্ত ব্যক্তিকে পানি দেওয়ার মতো। এভাবে মানবতার কাজে এগিয়ে যাবে বসুন্ধরা শুভসংঘ।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, জুনয়ারি ০৪, ২০২৫
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।