‘জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন’ স্লোগানকে সামনে রেখে পিরোজপুরের নাজিরপুরে বসুন্ধরা শুভসংঘের মাদকবিরোধী মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলা সদর বাজার রোডে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উথান মণ্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল-আমীন হাজারের সঞ্চালনায় বক্তব্য দেন কালের কণ্ঠের নাজিরপুর উপজেলা প্রতিনিধি ও বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা অহিদুজ্জামান, উপজেলা বসুন্ধরা শুভসংঘের সহসভাপতি এস এম রোকুনুজ্জামান, সদস্য সাইদ ফরাজী, হাসান তালুকদার, মোস্তাফিজুর রহমান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের সহসভাপতি ফয়সাল আহমেদ ফাহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আফরোজ আহমেদ সবুজ, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, সহসাংগঠনিক সম্পাদক মেহেদী সরদার, সমাজকল্যাণ সম্পাদক মিজান খলিফা, প্রচার সম্পাদক বাদশা শেখ, সহদপ্তর সম্পাদক শাহিন শেখ, সদস্য সাইফুল ইসলাম চঞ্চল।
বক্তারা পথসভা থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
শুভসংঘের সভাপতি উথান মণ্ডল বলেন, ‘মাদক ব্যবসার সঙ্গে জড়িত সবাই অল্পবয়সী। মাদকের ভয়াল নেশার ছোবলে ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের অল্পবয়সী যুবক ছেলেরা। ধ্বংস হচ্ছে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরাও।
মাদকাসক্ত সন্তানদের নিয়ে চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছি আমরা শিক্ষকসহ শিক্ষার্থীদের বাবা-মা। ’
কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি ও শুভসংঘের উপদেষ্টা অহিদুজ্জামান জানান, এলাকার ও বাইরের মাদক সিন্ডিকেটের সঙ্গে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা জড়িত থাকায় অতীতের চেয়ে ভয়ংকর রূপ নিয়েছে মাদক। মাদক সিন্ডিকেটের হোতাদের গ্রেপ্তার করে ভাঙা না হলে মাদকসেবী ও ব্যবসায়ী বৃদ্ধি পাবে।
বক্তারা আরো বলেন, ‘মাদকের আগ্রাসনে শিক্ষার্থী ও যুবশক্তি ধ্বংস হয়ে যাচ্ছে।
সমাজে অপরাধ ও অশান্তি বাড়ছে। শ্রমজীবীরা কর্মক্ষম হয়ে পড়ছেন। উপজেলার বেশ কয়েকটি চিহ্নিত স্থানে মাদক বিক্রি হয়। এতে করে প্রতিনিয়তই মাদকাসক্তের সংখ্যা বাড়ছে। ’
দ্রুত মাদক বেচাকেনা বন্ধে প্রশাসনের নিকট কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি করেন বক্তারা।
বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২৫
নিউজ ডেস্ক