ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

‘এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্ট’-২০১৫

উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়ার জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়ার জয় ছবি: সংগৃহীত

ঢাকা: শুক্রবার মেলবোর্নে অস্ট্রেলিয়া-কুয়েত ম্যাচের মধ্য দিয়ে শুরু হলো এশিয়ার বিশ্বকাপ খ্যাত ‘এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্ট’। ১৬তম এশিয়ান কাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়া ৪-১ গোলে হারিয়েছে কুয়েতকে।



গ্রুপ ‘এ’তে থাকা অস্ট্রেলিয়া ম্যাচের সপ্তম মিনিটেই পিছিয়ে পড়ে। কুয়েতের হয়ে গোলটি করেন হোসাইন আলী। তবে, খেলার ৩২ মিনিটের মাথায় টিম চাহিলের গোলে সমতায় ফেরে অজিরা। আর ৪৩তম মিনিটে ম্যাসিমো লুঙ্গোর গোলে লিড নেয় অস্ট্রেলিয়া। প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থেকে বিরতি যায় স্বাগতিকরা।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৩ মিনিটের মাথায় পেনাল্টির সুযোগকে কাজে লাগিয়ে গোর করেন স্বাগতিক ফুটবলার মিলে জেদিনাক। আর দলের চতুর্থ গোলটি আসে জেমস ত্রোইসির পা থেকে। খেলার ৯০ মিনিটের মাথায় কুয়েতের জালে শেষ গোলটি করেন তিনি।

মেলবোর্ন, নিউক্যাসল, ক্যানবেরা, সিডনী ও ব্রিসবেন  অস্ট্রেলিয়ার এ পাঁচটি ভেন্যুতে মহাদেশের শীর্ষ ১৬টি দল নিয়ে শুরু হয়েছে এশিয়া কাপের ১৬তম আসরটি। ২৩ দিন ব্যাপী এশিয়ান ফুটবলের আসরটি শেষ হবে ৩১ জানুয়ারি। সিডনিতে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচটি।

গত বারের রানার্স-আপ অস্ট্রেলিয়া ছাড়াও অংশগ্রহণকারী বাকি দলগুলো হলো বর্তমান চ্যাম্পিয়ন জাপান, কুয়েত, ইরান, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ওমান, চীন, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, ইরাক, বাহারাইন, কাতার, উত্তর কোরিয়া ও প্যালেস্টাইন।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, ০৯ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।