ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

বেলজিয়ামের মালান্ডার অকাল মৃত্যু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
বেলজিয়ামের মালান্ডার অকাল মৃত্যু জুনিয়র মালান্ডা

ঢাকা: মাত্র ২০ বছর বয়সেই ঝরে গেল এক ফুটবল প্রতিভা। বেলজিয়ামের অনূর্ধ্ব-২১ দলের মিডফিল্ডার জুনিয়র মালান্ডাকে আর ফুটবলের মাঠে দেখা যাবেনা।

সড়ক দুর্ঘটনায় মারা গেছেন উলফসবার্গের এ তারকা মিডফিল্ডার।

জার্মান বুন্দেসলিগার দল উলফসবার্গের স্পোর্টিং ডিরেক্টর ক্লোউস অ্যালোফস এক বিবৃতিতে বলেন, আমরা বিশ্বাস করতে পারছি না মালান্ডা আর আমাদের মাঝে নেই। তার পরিবারের প্রতি আমরা ক্লাবের পক্ষ থেকে সমবেদনা জানাচ্ছি।

এদিকে বেলজিয়াম ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানায়, ফেডারেশনের পক্ষ থেকে গভীর সমবেদনা জানাচ্ছি। বিশ্ব ফুটবল একজন অসাধারণ ফুটবল প্রতিভাকে হারালো। মালান্ডা তার প্রতিভা বিশ্ব ফুটবলে তুলে ধরার আগেই হারিয়ে গেল।

উলফসবার্গের পুলিশ সূত্রে জানা যায়, মালান্ডা গাড়িতে যাত্রী হিসেবে ছিলেন। জার্মানির বেলিফিল্ডে সড়ক দুর্ঘটনাটি ঘটে।

মালান্ডা দ. আফ্রিকায় ক্লাবের সতীর্থদের সঙ্গে যোগ দিতে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। সেখানে ‍একটি অনুশীলন ম্যাচ খেলার কথা ছিল মালান্ডার।

মালান্ডার অকাল মৃত্যুতে মারিও গোতজে, হাউওয়েডস, বোয়েতাং, মার্কো রিউস, ইডেন জেকো, থিবাউট, রোমেলা লুকাকু, ফেল্লাইনি, ইডেন হ্যাজার্ডরা দুঃখ প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ১১ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।