ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

২০১৪’র সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
২০১৪’র সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ ছবি: সংগৃহীত

ঢাকা: ২০১৪ সালের সেরা ক্লাবের তকমা পেয়েছে স্প্যানিস ক্লাব রিয়াল মাদ্রিদ। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টরি এন্ড স্ট্যাট্কিস(আইএফএফএইছএস) জরিপে গত বছরের এক নম্বর দল হয়েছে এ জায়ান্ট দলটি।



সংস্থাটির জরিপে মোটামুটিভাবে স্পেনের ক্লাব গুলোই সামনের সারিতে এসেছে। এ তালিকায় তৃতীয় হয়েছে গতবারের লা লিগা জয়ী অ্যাতলেটিকো মাদ্রিদ। আর চতুর্থ হয়েছে বার্সেলোনা। তবে দ্বিতীয় স্থান দখল করেছে পেপ গার্দিওয়ালার বায়ার্ন মিউনিখ।

বেসরকারি এ সংস্থাটি ফিফার কোন অংগসংগঠন নয়। তবে এটির মূল চাবি কাঠিতে আছেন ফুটবলের পরিচালনা পর্ষদের কর্মকর্তারা। আইএফএফএইছএস ১৯৮৪ সালে জার্মানে তাদের পথযাত্র শুরু করেছিল। আর ১৯৯১ সাল থেকে সংস্থাটি নিয়মিত ভাবে বিশ্ব ফুটবলে ৠাংকিং করে আসছে।

সংগঠনটি বিশ্ব ফুটবলে মূলত কালক্রমানুসারী, পরিসংখ্যান ও বৈজ্ঞানিক ভাবে কাজ করে থাকে।

এদিকে দশম চ্যাম্পিয়নস লিগ জয়ী রিয়াল শীর্ষ হতে পেয়েছে ৩৮১ পেয়েন্ট। দ্বিতীয় হওয়া মিউনিখ পেয়েছে ২৭৬ পয়েন্ট। আর পরের অবস্থানে থাকা অ্যাতলেটিকো ও বার্সা পেয়েছে যথাক্রমে ২৬৭ ও ২৫১ পয়েন্ট।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, ১৪ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।