ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

খেলা

মালয়েশিয়ার চ্যালেঞ্জ, সেমিতে খেলতে চায় নেপাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৬
মালয়েশিয়ার চ্যালেঞ্জ, সেমিতে খেলতে চায় নেপাল ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে মালয়েশিয়া ও নেপাল দু’দলই জয় চায়। তবে মালয় বাহিনী নেপালের বিপক্ষে ম্যাচকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে।

শুক্রবার (০৮ জানুয়ারি) যশোর শামস উল হুদা স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথমার্ধের খেলা শেষে আমেনা খাতুন গ্যালারিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মালয়েশিয়া ও নেপাল দলের কোচ এ কথা বলেন।

মালয়েশিয়া দলের কোচ এরফান বাক্তি বলেন, আমার ছাত্ররা ভালো খেলার প্রস্তুতি নিয়েই এসেছে। শনিবার (০৯ জানুয়ারি) স্বাগতিক নেপাল দলের বিপক্ষে তারা মাঠে নামবে। তিনি আরও বলেন, চ্যালেঞ্জ বলছি এ কারণে যে, চলতি টুর্নামেন্টে মালয়েশিয়া জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে এসেছে।

নেপাল দলের কোচ বাল্ম গোপাল মহারাজ জানান, নেপাল জয়ের প্রস্তুতি নিয়েই এ টুর্নামেন্টে অংশ নিয়েছে। আমার ছাত্ররা সেমি-ফাইনালে  খেলতে চায়। সে প্রত্যয় নিয়েই মালয়েশিয়ার সাথে ম্যাচে অংশ নেবে তারা। নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিতে আগ্রহী আমরা।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, ০৮ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।