ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

কোয়ার্টারে মেসিদের প্রতিপক্ষ বিলবাও

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
কোয়ার্টারে মেসিদের প্রতিপক্ষ বিলবাও ছবি: সংগৃহীত

ঢাকা: দুই লেগ মিলিয়ে এসপানিওলকে ৬-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা বার্সেলোনার সামনে এবার অ্যাতলেটিক বিলবাও। কোপা ডেল রে’র শেষ আটের প্রথম লেগে আগামী ২০ জানুয়ারি মাঠে নামবে বার্সা-বিলবাও।



শুক্রবার শেষ আটের ড্র শেষে এটি নিশ্চিত হয়। ড্র অনুষ্ঠানে কোপা ডেল রে’র দ্বিতীয় লেগের সম্ভাব্য সময় ধরা হয়েছে ২৭ জানুয়ারি।

গত আসরের ফাইনালে এই বিলবাওকে হারিয়েই শিরোপা জিতেছিল লুইস এনরিকের বার্সা। এবারও জয়ের লক্ষ্যেই বিলবাওয়ের মাঠ সান মামেসে প্রথম লেগে নামবে মেসি-নেইমাররা। আর ফিরতি লেগের ম্যাচে ক্যাম্প ন্যুতে বিলবাওকে আতিথ্য জানাবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

কোয়ার্টার ফাইনালে বেজে উঠবে প্রতিশোধের সুর। কারণ গত আসরে কোপা ডেল রে’র ফাইনালে বিলাবওকে হারিয়ে শিরোপা জিতেছিল বার্সা। আর কাতালানদের দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতেছিল বিলবাও।

এছাড়া শেষ আটের লড়াইয়ে মাঠে মুখোমুখি হবে ২০১৩ সালের চ্যাম্পিয়ন অ্যাতলেতিকো মাদ্রিদ ও সেল্টাভিগো। ভ্যালেন্সিয়া মুখোমুখি হবে লাস পালমাসের। আর সেভিয়াকে লড়তে হবে মিরানদেসের বিপক্ষে।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, ১৫ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।