ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ট্রাভেলার্স নোটবুক

ইউএনডব্লিউটিও’র ভাইস প্রেসিডেন্ট হলো বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
ইউএনডব্লিউটিও’র ভাইস প্রেসিডেন্ট হলো বাংলাদেশ

ঢাকা: জাতিসংঘ আন্তর্জাতিক ট্যুরিজম অরগানাইজেনের (ইউএনডব্লিউটিও) সাধারণ অধিবেশনে প্রথমবারের মতো ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে বাংলাদেশ। এছাড়াও বাংলাদেশ ইউএনডব্লিউটিও’র কমিশন ফর সাউথ এশিয়া-সিএসএ’র ভাইস চেয়ারম্যান পদে পুনঃনির্বাচিত হয়েছে।



সোমবার (১৪ সেপ্টেম্বর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শেফায়েত হোসেন এ তথ্য জানান।

ইউএনডব্লিউটিও’র চলতি ২১তম অধিবেশনে প্ল্যানারি সেশন ও জেনারেল ডিভেট সেশনে সভাপতিত্ব করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। ১৫ সেপ্টেম্বর কলম্বিয়ায় এ অধিবেশন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের পর্যটনের ইতিহাসে এটি একটি বড় অর্জন বলে জানিয়েছে পর্যটন মন্ত্রণালয়।

ইউএনডব্লিউটিও’র চলতি সাধারণ অধিবেশনে যোগ দিতে গত ১১  সেপ্টেম্বর পর্যটনমন্ত্রীর নেতৃত্বে চার সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল কলম্বিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে।

প্রতিনিধিদলের রয়েছেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী, মন্ত্রীর  সহকারী একান্ত সচিব আলী আহমেদ এনামুল হক এবং পর্যটন বোর্ডের জনসংযোগ কর্মকর্তা আক্তারুজ্জামান।

সম্মেলন শেষে আগামী ২৩ সেপ্টেম্বর মন্ত্রী দেশে ফিরবেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।