ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

মুশফিকের পর রিয়াদের বিদায়, ভরসা সাকিব-আফিফ

স্টাফ করসেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, মার্চ ৬, ২০২৩
মুশফিকের পর রিয়াদের বিদায়, ভরসা সাকিব-আফিফ ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের ব্যাটে ঘুরে দাঁড়ানোর পর ফের চাপে পড়ে বাংলাদেশ। ১০ রানের ব্যবধানে মুশফিক ও মাহমুদউল্লাহ রিয়াদ ফেরেন ড্রেসিংরুমে।

 

তবে বিপদে ভরসা হয়ে ক্রিজে আছেন সাকিব ও আফিফ হোসেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪২ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২০৪ রান। ফিফটির পথে আছেন সাকিব।

টসে জিতে ব্যাট করতে নেমে পাওয়ার প্লের প্রথম তিন ওভারে তামিম-লিটনকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফেরেন লিটন দাস। ইংলিশ পেসার স্যাম কারানের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে টানা দ্বিতীয় ইনিংসে ‘গোল্ডেন ডাক’ হয়ে ফেরেন এই উইকেটকিপার-ব্যাটার।

এরপর ক্রিজে থিতু হওয়ার চেষ্টা করলেও বেশিক্ষণ টিকতে পারলেন না অধিনায়ক তামিম ইকবাল। ব্যক্তিগত ১১ রানে থাকা অবস্থায় কারানের বলে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তামিম। তবে শান্ত ও মুশফিকের ৯৮ রানের জুটিতে অনেকটা স্বস্তি ফেরে টাইগার শিবিরে। তৃতীয় উইকেটে খেলতে নেমে শান্ত করেন ৫৩ রান। তবে দলীয় ১১৫ রানে রান আউটে কাটা পড়েন তিনি।

শান্ত ফিরলেও অন্য প্রান্তে মুশফিক ছিলেন অবিচল। নিজের রান খরা কাটিয়ে এদিন তিনি তুলে নেন ক্যারিয়ারের ৪২তম অর্ধশতক। ৯০ বলে ৭০ রানে সাজঘরে ফেরেন মুশি। এরপর ১০ রান যোগ হতেই আদিল রশিদের ঘূর্ণিতে বোল্ড হন মাহমুদউল্লাহ রিয়াদ।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৩
এমআর/টিসি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।