ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সিরিজের মাঝপথে ঢাকায় পাঠানো হলো আফিফকে

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, মার্চ ২১, ২০২৩
সিরিজের মাঝপথে ঢাকায় পাঠানো হলো আফিফকে

সিলেট থেকে: সোমবার দ্বিতীয় ওয়ানডে বৃষ্টির কারণে হয়ে গেছে পরিত্যক্ত। পরদিন বাংলাদেশ দল ছিল বিশ্রামে।

কিন্তু এর মধ্যেই এলো নতুন খবর। সিরিজের মাঝপথে ব্যাটার আফিফ হোসেন ধ্রুবকে পাঠিয়ে দেওয়া হয়েছে ঢাকায়।

এ নিয়ে জানতে চাইলে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘শুধু শুধু এখানে রেখে তো কোনো লাভ নেই। দলে ব্যাকআপ খেলোয়াড়ও আছে। তাই ঢাকায় ডিপিএল (ঢাকা প্রিমিয়ার লিগ) খেলতে পাঠিয়ে দেওয়া হয়েছে। ’

ডিপিএলের আড়ালে শোনা যাচ্ছে অন্য কারণে আফিফকে ঢাকা পাঠানো হয়েছে। নিজের ব্যাটিং পজিশন নিয়ে অসন্তোষ আছে তার মধ্যে। এ নিয়ে হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে বনিবনা হচ্ছে না তার। মূলত এ কারণে ক’দিন আগেও দলে অপরিহার্য আফিফকে ঢাকায় পাঠানো হচ্ছে বলে গুঞ্জন আছে।

ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টির পর দীর্ঘক্ষণ হাথুরুর সঙ্গে আলাপ করতেও দেখা যায় এই ব্যাটারকে। ওই ম্যাচের একাদশে ছিলেন না আফিফ। এরপর তাকে রাখা হয়নি আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের একাদশের কোনোটিতেই।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, মার্চ ২১, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।