ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পারিবারিক কারণে আইপিএল ছাড়লেন লিটন

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৩
পারিবারিক কারণে আইপিএল ছাড়লেন লিটন

প্রথমবারের মতো আইপিএল খেলতে গিয়েছিলেন লিটন দাস। কিন্তু মাত্র এক ম্যাচ খেলেই তার এবারের আইপিএল শেষ হয়েছে।

পারিবারিক কারণে আজ দেশে ফিরেছেন বাংলাদেশের এই ডানহাতি ওপেনার।  

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে লিটনের দল কলকাতা নাইট রাইডার্স।  

শুরুতে বাংলাদেশ থেকে আইপিএলে সুযোগ পেয়েছিলেন তিন ক্রিকেটার। কিন্তু পরে নিজের নাম সরিয়ে নেন সাকিব আল হাসান। দিল্লি ক্যাপিটালসের হয়ে মোস্তাফিজুর রহমান ও লিটন দাস খেলতে যান কলকাতা নাইট রাইডার্সে। মোস্তাফিজ সুযোগ পেয়েও বাজে পারফর্ম করে জায়গা হারিয়েছেন একাদশে।

কলকাতার জার্সিতে একটি ম্যাচে সুযোগ পেয়েছিলেন লিটনও। ২০ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচের প্রথম বলেই তিনি হাঁকিয়েছিলেন বাউন্ডারি। পরে অবশ্য ফেরেন ৩ বলে ৪ রান করে। এরপর উইকেটরক্ষক হিসেবেও দুটি বড় ভুল করেন। ওই এক ম্যাচ খেলেই কলকাতার একাদশ থেকে বাদ পড়েন লিটন। এরপর স্কোয়াডেও জায়গা হারান তিনি। লিটনের পরিবর্তে বিদেশি কোটায় খেলছেন নামিবিয়ান অলরাউন্ডার ডেভিড ভিসে।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।