ঢাকা, মঙ্গলবার, ২ পৌষ ১৪৩১, ১৭ ডিসেম্বর ২০২৪, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজের তিন সংস্করণের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত স্যামি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৪
ওয়েস্ট ইন্ডিজের তিন সংস্করণের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত স্যামি

আগামী এপ্রিল থেকে ওয়েস্ট ইন্ডিজের তিন সংস্করণের কোচ হতে যাচ্ছেন দেশটির সাবেক অধিনায়ক ড্যারেন স্যামি। টেস্ট ক্রিকেট দিয়ে শুরু হবে তার দায়িত্ব।

আগামী মাসে পাকিস্তান সফরে শেষ হবে আন্দ্রে কোলির দায়িত্ব। এরপর দলের দায়িত্ব নেবেন স্যামি।

কোচ হওয়ার বিষয়টি প্রত্যাশিত ছিল না স্যামির। নিজেরও ভাবনা ছিল না ক্যারিয়ার শেষে করাবেন কোচিং। কিন্তু হলো এমনটাই। দায়িত্ব পেতে উচ্ছ্বসিত তিনি। দলকে সাফল্যের পথে নিয়ে যেতে কাজ শুরু করে দিয়েছেন ইতোমধ্যেই।  

স্যামি বলেন, ‘যে কোনো সংস্করণে যে কোনো দায়িত্বে ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করতে পারা দারুণ সম্মানের। যদিও এই খবরটি আমার কাছে ঠিক প্রত্যাশিত ছিল না। কোচিং করাব, এমন ভাবনাই আসলে নিজেকে নিয়ে ছিল না আমার। তবে এটা স্বীকার করতেই হবে, যেভাবে এগোচ্ছে সবকিছু, এই দায়িত্বের প্রতি ভালোবাসা ও তাড়না আরো তীব্র হয়েছে আমার। ’

‘আমি বিশ্বাস করি প্রক্রিয়ায়, যেটা আমি সাদা বলের ক্রিকেটে করতে সক্ষম হয়েছি এবং এই নতুন দায়িত্বেও আমি এর মধ্যেই এঁকে নিয়েছি, (টেস্ট ক্রিকেটে) সফল হতে হলে কোন কোন জায়গায় ও কোন প্রক্রিয়া অনুসরণ করতে হবে। বাড়তি এই দায়িত্ব ও নতুন পথচলায় নিয়ে আমি সত্যিই রোমাঞ্চিত এবং আমি ও আমার দল তৈরি থাকব। ’

খেলোয়াড়ি জীবন শেষে সামি গত বছরের মে মাসে দায়িত্ব নেন ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে ও টি-টোয়েন্টির। তার কোচিংয়ে ২৮ ওয়ানডের ১৫টি জিতেছে ওয়েস্ট ইন্ডিজ, সিরিজ জিতেছে সাতটির মধ্যে চারটি। টি-টোয়েন্টি জিতেছে ৩৫টির মধ্যে ২০টি। এই সংস্করণেও সিরিজ জিতেছে চারটি, হেরেছে তিনটি।

আর টেস্ট ক্রিকেটে আন্দ্রে কোলির কোচিংয়ে ছয় সিরিজের একটিও জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ড্র ও হার আছে সমান তিনটি করে। এই সময়ে টেস্ট হেরেছে তারা সাতটি, জয় ও ড্র দুটি করে।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।