ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

কুবির বাসে হামলা

শিক্ষার্থীদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

কুবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
শিক্ষার্থীদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী পরিবহনকারী বাসে সন্ত্রাসী হামলার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে মহাসড়কের নন্দনপুর বিশ্বরোডে অবস্থান নেন শত শত শিক্ষার্থী।

এতে মহাসড়কের উভয় পাশ দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দেখা দিয়েছে তীব্র যানজট।

এদিকে, সড়ক অবরোধের পরপরই ঘটনাস্থলে অবস্থান নিয়েছে পুলিশের একটি দল। তারা শিক্ষার্থীদের থেকে কিছুটা দূরে অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এছাড়া রয়েছেন র‌্যাব সদস্যরা।

ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করছেন কুবির প্রক্টর ‍আইনুল হক ও কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুনসহ সংশ্লিষ্টরা। এ সময় শিক্ষার্থীরা ৬ দফা দাবির কথা জানান।

এরআগে সকালে‍ একই ঘটনায় ক্লাস ও পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা।

পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বাংলানিউজকে বলেন, তিনি ব্যস্ত রয়েছেন। পরে কথা বলবেন।

রোববার (১৪ ফেব্রুয়ারি) কুমিল্লা শহরের ঝাউতলায় কুবির ৬নং বাসে হামলা করে দুর্বৃত্তরা। এতে ২৫ জন আহত হয়। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬/আপডেট: ১১২৫ ঘণ্টা/‌আপডেটেড: ১২১৪ ঘণ্টা
এসআর

** বিচার চেয়ে ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।