ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

বসন্তের সাজে ফুলের দোকানে তরুণীরা

দেলোয়ার হোসেন বাদল, সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
বসন্তের সাজে ফুলের দোকানে তরুণীরা

রাত পোহালেই পহেলা ফাগুন ও বিশ্ব ভালোবাসা দিবস। এই দিবসটি পালনে ব্যাপক প্রস্তুতি রাজধানীবাসীসহ সারাদেশ।



হোটেল-মোটেলসহ রাজধানীর উদ্যানগুলোতে রয়েছে বিভিন্ন আয়োজন। ফাগুনের আগমনে পলাশ গাছগুলো ফুলে ফুলে ঢাকা। ফুলের মাঝে খাদ্য সংগ্রহে ব্যস্ত পাখি।

ফাগুন ও ভালোবাসা দিবসকে বরণ করতে ফুলের দোকানগুলোতে লাল ও বাসন্তি রঙের শাড়ি পরা তরুণীদের ভিড়।

দেখে মনে হয় স্বর্গ থেকে সব পরীরা ফুল কিনতে মর্তে নেমে এসেছে।


রাজধানীর ফুলের দোকানগুলো সাজানো হয়েছে বিভিন্ন রকমের ফুলের সমারোহে।


দোকানগুলোর বিক্রেতারা বেজায় ব্যস্ত নতুন নতুন ডিজাইনের ফুলের গহনা তৈরি করতে।


বাসন্তি রঙের শাড়ি পরে ফুলের চুড়ি, ফুলের মালা, ফুলের তাজ তাজ মাথায় পড়েই ঘোরাঘুরি ও ফুল কেনায় ব্যস্ত মেয়েরা।

আবার যুগলদের ভালাবাসা প্রপোজ করতে ও দেখা গেছে ফুলের দোকানের সামনে।

প্রতিবছর ১৪ ফেব্রুয়ারিতে পহেলা ফাগুন ও ভালোবাসা দিবস উপযাপন করা হয়। এ দিবসগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুল তলায় ও সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে পহেলা ফাগুনের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় লাল ও বাসন্তি রঙের শাড়ি পরে সব বয়সীরা অনুষ্ঠান উপভোগ করেন। আশে-পাশে ঘোরাঘুরি করেন। এছাড়া হাতিরঝিল, রমনা, ধনমন্ডি রবীন্দ্র সরোবরসহ বিভিন্ন স্থানে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।