ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

৪৪ ফিলিস্তিনি নিহতের পর গাজায় ইসরায়েলের যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, আগস্ট ৮, ২০২২
৪৪ ফিলিস্তিনি নিহতের পর গাজায় ইসরায়েলের যুদ্ধবিরতি

মিসরের মধ্যস্থতায় অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতিতে পৌঁছেছে ইসরায়েল ও সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ।  রোববার (৭ আগস্ট) গভীর রাতে উভয়পক্ষ যুদ্ধবিরতির ঘোষণা দেয়।

 

টানা তিনদিনের রক্তক্ষয়ী এই সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ৪৪ জন ফিলিস্তিনি।

সোমবার (৮ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, টানা তিন দিন ধরে চলা ইসরায়েলের এই হামলায় ৪৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের প্রায় অর্ধেকই বেসামরিক ফিলিস্তিনি। এছাড়া ইসরায়েলের আগ্রাসনে তিন শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন।

যুদ্ধবিরতির পর ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের পক্ষ থেকে জানানো হয়, আমাদের জনগণের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করার জন্য মিসরের প্রচেষ্টার প্রশংসা করছি।  

ফিলিস্তিনের ইসলামিক জিহাদ ইরান সমর্থিত একটি শক্তিশালী সশস্ত্রগোষ্ঠী।  সিরিয়ার রাজধানী দামেস্কে এর সদর দপ্তর রয়েছে।

এটি ইসরায়েলে বিভিন্ন সময় হামলা চালিয়ে থাকে।  

সূত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।