ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মোস্তফা, সম্পাদক রফিকুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৩
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মোস্তফা, সম্পাদক রফিকুল

চাঁদপুর: চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অ্যাডভোকেট এটিএম মোস্তফা কামাল সভাপতি এবং অ্যাডভোকেট এজেডএম রফিকুল হাসান (রিপন) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বুধবার (২৫ জানুয়ারি) রাত সোয়া ১২টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যডভোকেট কামাল উদ্দিন আহমেদ।

প্রাপ্ত ফলাফল থেকে জানা গেছে, সভাপতি পদে এটিএম মোস্তফা কামাল ১৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. মজিবুর রহমান ভুঁইয়া পয়েছেন ১৪০ ভোট।  

সাধারণ সম্পাদক পদে ১৮০ ভোট পেয়ে এজেডএম রফিকুল হাসান রিপন নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. নজরুল ইসলাম পেয়েছেন ১৪৪ ভোট।  

এর আগে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আইনজীবী সমিতির দ্বিতীয় তলায় ভোট গ্রহণ হয়। সমিতির ৩৪০ জন ভোটারের মধ্যে ভোট দেন ৩৩৪ জন।

নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি সমমনা দুটি প্যানেলে ৩০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিএনপি সমমনা প্যানেলের ১৩ জন এবং আওয়ামী লীগ প্যানেলের ২জন নির্বাচিত হন।

রিটার্নিং অফিসারের দায়িত্বে ছিলেন সমিতির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন। সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সিনিয়র সহ-সভাপতি মো. মাইনুল আহছান ও জুনিয়র সহ-সভাপতি এএনএম মাইনুল ইসলাম।

ফলাফল ঘোষণার পর ২০২২ সালের কমিটির নেতারা ২০২৩ সালের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন। পরে উপস্থিত সবার উদ্দেশ্যে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক অভিনন্দন জানিয়ে বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।