ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ফেসবুকে স্ত্রীর নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ায় স্বামী গ্রেফতার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৩
ফেসবুকে স্ত্রীর নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ায় স্বামী গ্রেফতার  ইসমাইল মিয়া

হবিগঞ্জ: হবিগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীর নগ্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুক) ছড়িয়ে দেওয়ার অভিযোগে ইসমাইল মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাতে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করে।

গ্রেফতার ইসমাইল সদর উপজেলার জালালাবাদ গ্রামের সুন্দর আলীর ছেলে।

বুধবার (২৫ জানুয়ারি) রাত ১২টায় ইসমাইলের স্ত্রী তার বিরুদ্ধে থানায় তথ্য-প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেন। পরে উপ-পরিদর্শক (এসআই) মমিনুল হক তাকে গ্রেফতার করেন।

মামলায় অভিযোগ করা হয়, প্রায় ৫ বছর আগে ইসমাইলের সঙ্গে বানিয়াচং উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের এক তরুণীর বিয়ে হয়। সম্প্রতি তাদের মধ্যে পারিবারিক কলহ শুরু হলে ইসমাইল তার স্ত্রীর নগ্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।  

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।