ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঢাকাস্থ খালিয়াজুরী উপজেলা সমিতির আহ্বায়ক কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৩
ঢাকাস্থ খালিয়াজুরী উপজেলা সমিতির আহ্বায়ক কমিটি

ঢাকা: আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে ঢাকাস্থ খালিয়াজুরী উপজেলা সমিতির যাত্রা শুরু হয়েছে।  

শুক্রবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গ্রিন রোডের ইউসিসি মিলনায়তনে সমিতি গঠনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঢাকায় বসবাসকারী নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সভায় পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, একতা, সৌহার্দ্য ও সম্প্রীতির লক্ষ্যে সর্বসম্মতিক্রমে ঢাকাস্থ খালিয়াজুরী উপজেলা সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

এ কে এম শাহজাহান ইয়ার চৌধুরীকে আহ্বায়ক ও মাসুদ তালুকদারকে সদস্য সচিব করে ঢাকাস্থ খালিয়াজুরী উপজেলা সমিতির ১৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন- বিপ্লব ভৌমিক, মো. কাজী আলম, শরীফুজ্জামান সরকার (বিপুল), সুমন রায় তালুকদার, নুসরাত জাহান মনি, সাখাওয়াত হোসেন, পুলক ভট্টাচার্য, মো. জামাল উদ্দিন, লুৎফুল্লাহ আল মামুন, রুবেল সরকার, শাকিল আজাদ, শওকত হোসেন, কানন চৌধুরী, শান্তনা রানী সরকার ও শুভ আহমেদ।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৩
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।