ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টিতে পুলিশ কাজ করেছে: আইজিপি

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৯ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টিতে পুলিশ কাজ করেছে: আইজিপি

পটুয়াখালী: বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, সব বাহিনীর সমন্বয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টিতে কাজ করেছে পুলিশ। এর ফলে দেশে স্থিতিশীল ও চমৎকার আইন শৃঙ্খলা পরিস্থিতি বিরাজ করছে।

মঙ্গলবার (১৪ মার্চ) পটুয়াখালী পুলিশ লাইনসে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আইজিপি বলেন, দেশের অর্থনীতি ও জননিরাপত্তার স্বার্থে যা করা দরকার, তা পুলিশ করবে।

এসময় পুলিশ সুপার মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত চৌধুরী, টুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান, বরিশাল রেঞ্জ ডিআইজি আক্তারুজ্জামান ও পটুয়াখালীর জেলা প্রশাসক শরীফুল ইসলাম ও পটুয়াখালী জেলা পুনাক সভানেত্রী আসমা খাতিনসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতারা ও পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২৫৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ