ঢাকা: রাজধানীর রাজারবাগে অভিযান চালিয়ে ৪০৫ ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে শাহজাহানপুর থানা পুলিশ।
গ্রেপ্তার হওয়া কারবারির নাম নুরুল আলম (৪২)।
রোববার (১৫ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, শনিবার (১৪ ডিসেম্বর) রাত পৌনে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে রাজারবাগ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হাতে থাকা চারটি জিপার প্যাকেটের ভেতর থেকে মোট ৪০৫ ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ২১ হাজার ৫০০ টাকা।
তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তারের বিরুদ্ধে ডিএমপির শাহজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার নুরুল আলম ইয়াবা বিক্রির কথা স্বীকার করেছেন।
বাংলাদেশ: ২১২১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
এসসি/জেএইচ