ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শিবচরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৩
শিবচরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ৩ প্রতীকী ছবি

মাদারীপুর: মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চর সংলগ্ন বন্দরখোলা এলাকার এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।

 

বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত ব্যক্তির নাম বাবুল মুন্সী (৫২)। তিনি শিবচরের চর কমলাপুর এলাকার কুটিয়া মুন্সীর ছেলে।  

আহতরা হলেন- মামুন হাওলাদার (১৮), নিরব মুন্সী (১৬), মানিক ফকির (২০), ইমরান মুন্সী (১৮)।  

শিবচর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ হেল বাকী এ তথ্য জানান।

তিনি বলেন, বিকেলে সার্ভিস লেন দিয়ে বাবুল মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। পেছন থেকে উপজেলার সাড়ে বিশ রশি এলাকার মামুন হাওলাদারের মোটরসাইকেলটি পেছন থেকে সজোরে ধাক্কা দিলে উভয় মোটরসাইকেলটি সড়কের ওপর ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই বালু ব্যবসায়ী বাবুলের মৃত্যু হয়। এবং উভয় মোটরসাইকেলের চারজন আহত হন। আহতদের উদ্ধার করে পাঁচ্চর রয়েল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।