ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শ্রীপুরে বিক্ষোভ-ভাঙচুর পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, মে ১৪, ২০২৩
শ্রীপুরে বিক্ষোভ-ভাঙচুর পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ 

গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন না পেয়ে বিক্ষোভ-ভাঙচুর ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করেছে পোশাক কারখানার শ্রমিকরা।  

রোববার (১৪ মে) দিনব্যাপী বিক্ষোভের পর সন্ধ্যায় শ্রমিকরা ভাঙচুর ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করেন।

 

পুলিশ, শ্রমিক ও এলাকাবাসী জানায়, গাজীপুরের শ্রীপুর উপজেলার ধলাদিয়া সাঁটিয়াবাড়ী ডার্ড কম্পোজিট কারখানার শ্রমিকদের গত ৩ মাসের বেতন ও ঈদ বোনাস বকেয়া রয়েছে। শনিবার (১৩ মে) ওই কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও ঢাকা-কাপাসিয়া সড়ক অবরোধ করেন। একপর্যায়ে ওই দিন পুলিশ গিয়ে তাদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে। পরদিন আজ দুপুরে কারখানার মালিক উপস্থিত না হওয়ায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ছে। পরে কারখানার মালিক বিকেলে কারখানায় এসে উপস্থিত হয়।  

এ সময় শ্রমিকদের বকেয়া বেতন পরিশোদের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি। এতে শ্রমিকরা কারখানার ভেতর বিক্ষোভ শুরু করেস। একপর্যায়ে পুলিশ-শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। এ সময় পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। পরে শ্রমিকরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং একটি গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় কমপক্ষে ১০ জন শ্রমিক আহত হয়েছেন।  

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মুন্সি আবু কুদ্দুস বিষয়টি নিশ্চিত করে জানান, শ্রমিকরা একটি পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও ফায়ার সার্ভিসের গাড়ি ভাঙচুর করেন। তাৎক্ষণিকভাবে বিস্তারিত বলা যাচ্ছে না।  

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, মে ১৪, ২০২৩
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ