ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মা‌টিরাঙ্গায় ৩ মাদ্রাসাছাত্র নি‌খোঁজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, মে ১৫, ২০২৩
মা‌টিরাঙ্গায় ৩ মাদ্রাসাছাত্র নি‌খোঁজ

খাগড়াছড়ি: পাঁচ দিন ধরে খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গা উপজেলায় তিন মাদ্রাসাছাত্র নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্প‌তিবার (১১ মে) বিকেলে উপ‌জেলার বর্ণাল ইউ‌নিয়‌নের যামীনীপাড়া বেলাল পোস্ট নামক এলাকায় হাজী সেকান্দার আলী হা‌ফে‌জিয়া মাদ্রাসা থেকে তারা নি‌খোঁজ হয়।

নি‌খোঁজরা হ‌লো, চাঁদপু‌রের মৃত কারুজ্জামা‌নের ছে‌লে ত‌রিকুল ইসলাম (১৪), মা‌টিরাঙ্গা উপ‌জেলার বর্ণাল ইউ‌নিয়‌নের ‌সৌ‌দি প্রবা‌সী আ‌মির হো‌সে‌নের ছে‌লে মনসুর আলম মাসুম (১২) এবং শা‌ন্তিপু‌রের আ‌মির হো‌সে‌নের (নাইট গার্ড) ছে‌লে আবুল কালাম (১৪)।  

মাদ্রাসার প্রধান শিক্ষক আবদুল কাইয়ুম মোবাইলফো‌নে জানান, ১১‌ মে আস‌রের নামা‌জের পর থে‌কে তিন ছাত্রদের খুঁজে পাওয়া যা‌চ্ছে না। আস‌রের নামাজ প‌ড়ে তারা আর মাদ্রাসায় ফি‌রে আ‌সে‌নি। ছাত্রদের না পে‌য়ে অ‌ভিভাবকদের অবগত ক‌রে‌ছি।  

নিখোঁজ ছাত্র মাসুমের মামা আবুল বসর জানান, ১১ মে রা‌তে মাদ্রাসা থে‌কে জা‌নি‌য়ে‌ছে আমার ভা‌তিজা মাসুমকে খুঁজে পা‌ওয়া যাচ্ছে না। প‌রে এ বিষয় মা‌টিরাঙ্গা থানায় জি‌ডি করা হ‌য়ে‌ছে।

তিন নম্বর বর্ণাল ইউ‌নিয়ন চেয়ারম্যান ইলিয়াছ হো‌সেন জানান, ছাত্রদের নিখোঁজের ব্যাপা‌রে অবগত আ‌ছি। ধারণা করা হ‌চ্ছে, পড়া‌লেখার চাপ বে‌শি হওয়ায় ছাত্ররা পা‌লি‌য়ে গে‌ছে।  
 
মা‌টিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকা‌রিয়া জানান, নি‌খোঁ‌জ হওয়ার ঘটনায় মা‌টিরাঙ্গা থানায় তিন‌টি পৃথক জি‌ডি হ‌য়ে‌ছে। ছাত্রদের সন্ধা‌নে পু‌লিশ কাজ কর‌ছে।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, মে ১৫, ২০২৩
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ