ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মঠবাড়িয়ায় নারীসহ আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, মে ২০, ২০২৩
মঠবাড়িয়ায় নারীসহ আটক ৪

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়ায় নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ১ কেজি ৬৫০ গ্রাম গাঁজা।

শনিবার (২০ মে) দুপুরের দিকে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।  

এর আগে শুক্রবার (১৯ মে) রাতে ওই উপজেলার সাপলেজা ইউনিয়নের নতুন কচুবাড়িয়া এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উপজেলার সাপলেজা ইউনিয়নের নতুন কচুবাড়িয়া গ্রামের শাহজাহান মিয়ার ছেলে মো. শাহ আলম ওরফে আলম, তার স্ত্রী সোয়ানা ওরফে সুপ্রিয়া বেগম (৩০) এবং নলী চরকগাছিয়া গ্রামের সন্তোশ মিস্ত্রির ছেলে সমরজিৎ মিস্ত্রি (২০) ও দিলিপ মিত্রের ছেলে স্বাধীন মিত্র (২০)।

পুলিশ সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার রাতে নতুন কচুবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় মাদক কারবারি শাহ আলম ও তার স্ত্রী সোয়ানাকে ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। একই রাতে ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড কচুবাড়িয়া এলাকায় অভিযান চালানো হয়। সে সময় ৪৫০ গ্রাম গাঁজাসহ সমরজিৎ ও স্বাধীন মিত্রকে আটক করা হয়।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ওই চার মাদক কারবারির বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। আটকদের শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মে ২০, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।