ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গভীর রাতে সুপারি চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৯ ঘণ্টা, জুন ১, ২০২৩
গভীর রাতে সুপারি চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে মৃত্যু প্রতীকী ছবি

নীলফামারী: নীলফামারীর ডোমার উপজেলায় সুপারি চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (৩১ মে) গভীর রাতে উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মাস্টাররপাড়া গ্রামের খাইরুল ইসলাম জুয়েলের সুপারি বাগানে এ ঘটনা ঘটে।

নিহতের নাম সালাম (৪২)। তিনি একই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সেটের কামাত এলাকার ধুদির ছেলে।

চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মশিউর রহমান পুলিশ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোরের দিকে এলাকাবাসী রাস্তায় হাঁটার সময় দেখতে পায় সুপারি বাগানে এক ব্যক্তি পরে আছেন। খবর পেয়ে ফোর্সসহ ঘটনাস্থলে যান তিনি। মৃতের কোমরে প্লাস্টিকের বস্তা ও তার সেন্ডেলসহ বেশকিছু ছড়িয়ে ছিটিয়ে থাকা সুপারি দেখতে পাওয়া যায়। এতে ধারণা করা হচ্ছে, সুপারি চুরি করতে এসে গাছ থেকে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তার সঙ্গে হয়ত আরও লোক ছিল। মৃতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯১২ ঘণ্টা, জুন ০১, ২০২৩
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ