ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেটে দুর্ঘটনা: হতাহতদের সহযোগিতা দেবে সরকার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, জুন ৭, ২০২৩
সিলেটে দুর্ঘটনা: হতাহতদের সহযোগিতা দেবে সরকার

ঢাকা: সিলেটে সড়ক দুর্ঘটনায় হতাহতদের সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

প্রতিমন্ত্রী এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

বুধবার এক শোকবার্তায় নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন তিনি। এতে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান জানান, প্রতিমন্ত্রী ওসমানীনগরে একটি বৃত্তি প্রদান অনুষ্ঠান এবং বিয়ানীবাজারে শেওলা স্থলবন্দরের উদ্বোধনের জন্য সকালে সিলেটে পৌঁছেছেন। দুর্ঘটনার খবর পেয়ে বিমানবন্দর থেকে তিনি সরাসরি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হতাহতদের দেখতে যান। এসময় তিনি আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন।

হাসপাতালে প্রতিমন্ত্রী বলেন, আমাদের প্রথম কাজ পরিচয় শনাক্ত করে নিহতদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা এবং তাদের দাফন কাফনের ব্যবস্থা করা। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সরকার থাকবে।

তিনি সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, জুন ০৭, ২০২৩
এমআইএইচ/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।