ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ ঘুরে দেখলেন ইথিওপিয়ার কর্মকর্তারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, জুন ৭, ২০২৩
বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ ঘুরে দেখলেন ইথিওপিয়ার কর্মকর্তারা

বাগেরহাট: বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ ও বাগেরহাট জাদুঘর পরিদর্শন করেছেন ইথিওপিয়া সরকারের আট কর্মকর্তা।  

মঙ্গলবার (০৬ জুন) দুপুরে বাসে করে তারা ষাটগম্বুজ মসজিদে আসেন।

প্রত্মতত্ত্ব অধিদপ্তরের কাস্টোডিয়ান মো. জায়েদ ও ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিদেশি অতিথিদের স্বাগত জানান। জাদুঘর, ষাটগম্বুজ মসজিদ ও ঘোড়া দিঘি ঘুরে দেখেন তারা।

এর আগে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন অতিথিরা।  

বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বাগেরহাটে বিভিন্ন সরকারি ও বেসরকারি উন্নয়ন কার্যক্রমের বিস্তারিত তথ্য তুলে ধরেন সহকারী কমিশনার রোহান সরকার।  

বর্ননার শুনে ইথিওপিয়ান কর্মকর্তারা বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নের প্রশংসা করেন। জেলা প্রশাসন, মানব উন্নয়নে কাজ করা যুব উন্নয়ন, সমাজসেবা, সমবায়, প্রাণিসম্পদ, মৎস্য, কৃষি ও মহিলা বিষয়ক অধিদপ্তর ও বেসরকারি সংস্থার (এনজিও) কার্যক্রম সম্পর্কে জেনে সন্তোষ প্রকাশ করেন তারা।

মতবিনিময় সভায় অংশ নেওয়া ইথিওপিয়ান কর্মকর্তারা হলেন ইথিওপিয়ান সরকারের সিভিল সোসাইটি অর্গানাইজেশনের ডেপুটি ডিরেক্টর জেনারেল ফাসিকাউ মোল্লা আমিরা, এনজিও ডেস্ক ডিরেক্টর খলিল ইব্রাহিম আবদি, গেটউইচ লিউ চান, মামো মলিসো গ্রাবো, রিশিড মুসতেফা মেনসুর, সিনিয়র লিগ্যাল এক্সপার্ট ইউননাস মিসগানাউ গেটিনেট, ব্যুরো অপ ফাইন্যান্স অ্যান্ড ইকোনোমি ডেভলপমেন্টের ডেপুটি ব্যুরো প্রধান কিবেডি কামবাতা বুচি ও বিট্রিশ কাউন্সিলের এনগেজমেন্ট অ্যান্ড ইনফ্লুয়েন্স প্রধান সোসিনা লিমমা গোবিনা।  

এসময় ব্রিটিশ কাউন্সিলের প্লাটফরম ফর ডায়ালগ প্রকল্পের ডেপুটি টিম লিডার নাজির আহমেদ খান, বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আব্দুল জব্বার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম, বাগেরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শরিফুল ইসলাম, সমাজসেবা অধিপ্তরের উপ-পরিচালক এসএম রফিকুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল কাদের, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক মো. নাসির উদ্দিন, জেলা সমবায় কর্মকর্তা এস এম আনিচুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ কুমার বখসি, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনছারি, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সালেহা পারভীন, ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি বাবুল সরদার, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জেলা প্রশাসনের সহকারি কমিশনার রুবাইয়া বিনতে কাশেম, মোজাহারুল ইসলাম, অনুজা মণ্ডল, ব্রাকের জেলা সমন্বয়কারী এসএম ইদ্রিস আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ষাটগম্বুজ ভ্রমণ শেষে ঢাকা যাওয়ার পথে বারাকপুর মৎস্য আড়ত ঘুরে দেখেন ইথিওপিয়ানরা।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, জুন ০৭, ২০২৩
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।