ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
আশুলিয়ায় পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় আব্দুল হালিম (২১) নামের এক পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ জুন) সকালে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এর আগে মঙ্গলবার (১৩ জুন) রাত ৭টার দিকে আশুলিয়ার পলাশবাড়ী এলাকার আলপা কোম্পজিট টাওয়েল লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল হালিম নাটোর জেলার বরাই গ্রাম থানা বরাই গ্রামের মো. মুজার ছেলে। তিনি কোয়ালিটি ম্যান হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের স্বজনরা জানায়, গতকাল রাতে হটাৎ করে বাসায় ফোন আসে হালিমের বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। পরে তারা কারখানা গিয়ে সেখান থেকে উদ্ধার করে হালিমকে আশুলিয়ার গনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মুখে,  পায়েও আঘাতে চিহ্ন রয়েছে।

কারখানাটির হেড অব ইউনিট মাজহারুল ইসলাম বাংলানিউজকে বলেন, অন্য শ্রমিকরা আমাকে জানান রাতে হটাৎ কারখানার এক পাশে পড়ে যায় হালিম। আসলে বিদ্যুৎস্পৃষ্ট কিনা বা মাথা ঘুরিয়ে পরে গেছে কি-না তা স্পষ্ট নয়। তবে পুলিশ প্রশাসন বিষয়টি তদন্ত করে দেখবেন। আমরা নিহতের পরিবারের সঙ্গে কথা বলছি আইনগতভাবে যতটুকু পাওনাদি দেওয়া দরকার তারা ততটুকুই পাবে। এছাড়া মানবিক দিক থেকেও আমরা সহায়তা করবো।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, নিহতের মরদেহে মঙ্গলবার রাতেই উদ্ধার করা হয়েছে। কারখানার ভেতরে কিভাবে মৃত্যু হয়েছে তা স্পষ্ট নয়। তাই নিহতের মরদেহে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, ১৪ জুন , ২০২৩
এসএফ/এসএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ