গাজীপুর: সিটি করপোরেশনের বাইমাইল এলাকার মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়েছে পোশাক শ্রমিকরা।
সোমবার (১৯ জুন) সকাল ১১টার দিকে শুরু হওয়া এ বিক্ষোভ ও অবরোধ দুপুর ১টার দিকে তুলে নেয় তারা।
এরআগে, চলতি মাসের বেতন ও ওভারটাইমের টাকা পরিশোধের দাবিতে ফাইজা ইন্ডাস্ট্রিজ লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
পুলিশ ও শ্রমিকরা জানায়, কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকায় ফাইজা ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার শ্রমিকরা ওভারটাইমের টাকা ও চলতি মাসের বেতন পরিশোধের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে ওই মহাসড়কের দুই লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় ভোগান্তিতে পড়ে হাজার হাজার যাত্রী।
খবর পেয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় পুলিশ শ্রমিকদের বুঝিয়ে এবং ওভারটাইমের টাকা পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে যায়। পরে দুপুর একটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। এতে ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) রেজওয়ান আহমেদ জানান, ওভারটাইমের টাকা পরিশোধের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে ভাঙচুর ও অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।
বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
আরএস/এসআইএ