ভোলা: টানা বর্ষণ আর আবহাওয়ার বৈরীভাব উপেক্ষা করে প্রকৃতির টানে ছুটে আসছেন পর্যটকরা। ঈদের ছুটিতে মেঘনা পাড়ের এসব পর্যটন কেন্দ্র ও রিসোর্টগুলো জমে ওঠার কথা থাকলেও তুলনামূলক ভ্রমণপিপাসুদের উপস্থিতি অনেকটা কম।
জানা গেছে, দ্বীপজেলা ভোলায় উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র না থাকলেও মেঘনার কুল ঘেঁষে মনোরম পরিবেশে গড়ে উঠেছে ইলিশ বাড়ি, আলাপন, মেঘনা রিসোর্ট ও শাহবাজপুরসহ বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র।
বিশেষ উৎসবগুলোতে সেখানে ভিড় জমে পর্যটক ও ভ্রমণ পিপাসুদের। তবে এবারের ঈদুল আজহার ছুটিতে বৈরী আবহাওয়ায় পর্যটকদের খরা এসব স্পটে।
নান্দনিক রূপে সাজিয়ে আকর্ষণীয় করা হলেও জমে উঠেনি পর্যটন কেন্দ্রগুলো। তবে প্রকৃতিপ্রেমীরা বৃষ্টি উপেক্ষা করেই ছুটে আসছেন এসব স্পটে। বিশেষ করে ইলিশ বাড়িতে দেখা গেছে পর্যটকদের ঢল।
ইলিশ বাড়ি পর্যটন কেন্দ্রে পরিচালনা কমিটির সদস্য আরিফ উদ্দিন রনি বলেন, যারা প্রকৃতিকে ভালোবাসেন, ভ্রমণ করতে ভালোবাসেন তারা প্রকৃতির সান্নিধ্য পেতে ছুটে আসছেন ইলিশ বাড়িতে।
ঘুরতে আসা তরুণী শাহনাজ, রূপা, তন্নি ও সালমা বলেন, এখানে ঘুরতে এসে খুবই ভালো লাগছে। বৃষ্টির মধ্যে ঘুরতে আসা অন্য রকমের একটা অনুভূতি। বৃষ্টির মধ্যে নদী আর সবুজ প্রকৃতি যেন সেজেছে নতুন রূপে।
ইলিশ বাড়ির পরিচালক এম হেলাল উদ্দিন বলেন, বৃষ্টি কমে আবহাওয়া স্বাভাবিক হলে পর্যটকদের ঢল নামবে। আমরা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ইলিশ বাড়িকে সাজিয়েছি, খুব শিগগির এখানে একটি টাওয়ার, সুইমিংপুল ও গেস্ট হাউস নির্মাণ করা হবে। তখন মনোরম পরিবেশে ছুটে আসবেন পর্যটকরা।
এদিকে, ইলিশ বাড়ির পাশে আলাপন ও শাহবাজপুর পর্যটন কেন্দ্রে গিয়ে দেখা গেছে, সেখানেও ভিড় কম। শুক্রবার থেকে পর্যটকদের ভিড় বাড়বে বলে মনে করছেন পর্যটন ব্যবসায়ীরা। পর্যটকদের নিরাপত্তায় বিভিন্ন স্পটে পুলিশ মোতায়েন রয়েছে।
ঈদের ছুটিতে প্রতিবারের মত এবারও বিপুল পরিমাণ পর্যটকদের সমাগম হবে বলে মনে করছেন স্থানীয়রা।
বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, জুন ৩০, ২০২৩
এসএম