ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, জুলাই ১, ২০২৩
গাজীপুরে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের দেশিপাড়া এলাকায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে হত্যার মূল আসামি মো. বাদল হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩০ জুন) দিনগত রাত ১২টার দিকে ঢাকার সায়েদাবাদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বাদল গাজীপুর সিটি করপোরেশনের মেট্রোপলিটনের সদর থানার দেশিপাড়া নতুনবাজার এলাকার মো. মনসুর আলীর ছেলে।

নিহত ফাহরিয়ার আহমেদ ফারুক (৩৫) গাজীপুর সিটি করপোরেশনের দেশিপাড়া এলাকার নুরুল ইসলাম সিকদারের ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি) আবু তোরাব মো. শামসুর রহমান জানান, গত ২৮ জুন সন্ধ্যায় দেশিপাড়ায় বাড়ির পাশে ছোট ছেলেকে নিয়ে চুল কাটাতে সেলুনে যান ফারুক। এ সময় সেলুন থেকে কাঠ বাগানে ধরে নিয়ে গিয়ে প্রকাশ্যে ফারুককে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান খুনিরা। ঘটনার পর পুলিশ আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। এ ঘটনায় ২৯ জুন নিহত ফারুকের বাবা মো. নুরুল ইসলাম মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ঢাকার সায়েদাবাদ থেকে মামলার প্রধান আসামি বাদলকে গ্রেপ্তার করে। জানা গেছে, ফারুক পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন।

জিজ্ঞাসাবাদে বাদল পুলিশকে জানান, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে ফারুককে কুপিয়ে হত্যা করেন। বাদল মাদকবিক্রেতা ও এলাকায় কুখ্যাত সন্ত্রাসী। তার নামে সদর থানায় মাদক মামলাসহ চারটি মামলা রয়েছে। সাত দিনের রিমান্ড চেয়ে বাদলকে আদালতে পাঠালে আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, জুলাই ০১, ২০২৩
আরএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।