ঢাকা: রাজধানীর বিমানবন্দর এলাকায় বাসচাপায় মিনারা বেগম (৫৫) ও মনি বেগম (৩৬) নামে নারী নিহত হয়েছেন।
শনিবার (১ জুলাই) বেলা ১১টার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বিমানবন্দর থানার ডিউটি অফিসার মো. মাহবুবুর রহমান জানান, বেলা ১১টার দিকে জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে কয়েকজন পথচারী রাস্তা পার হওয়ার সময় একটি বাস চাপা দেয়। এতে এক নারী ঘটনাস্থলেই মারা যান। অপর নারীকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
নিহত মিনারা বেগমের স্বামীর নাম আব্দুল হাকিম। বর্তমানে দক্ষিণখান এলাকায় থাকতেন।
নিহত মনি বেগমের স্বামী বাদশা মিয়া জানান, তাদের বাড়ি শেরপুরের শ্রীবরদী উপজেলায়। দক্ষিণখান গাওয়াইর এলাকায় মোহাম্মদ তারাজ উদ্দিন ভূঁইয়ার বাসায় ভাড়া থাকেন। তার স্ত্রী মনি বেগম বাসাবাড়িতে কাজ করতেন। সকালে মেয়ে মিমের (১৮) সঙ্গে উত্তরার একটি হাসপাতালে যাচ্ছিলেন। এ সময় জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তার স্ত্রী। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে সেখান থেকে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আসলাম উদ্দিন মোল্লা জানান, বিমানবন্দর এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় ঘটনাস্থলেই এক নারী ও হাসপাতালে নেওয়ার অপর নারীর মৃত্যু হয়। ঘাতক বাসটি জব্দসহ এর চালককে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, জুলাই ০১, ২০২৩
এজেডএস/আরবি