ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সুগন্ধা নদীতে বিস্ফোরণের ঘটনায় আগুন আতঙ্কে বৃদ্ধার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৭ ঘণ্টা, জুলাই ৪, ২০২৩
সুগন্ধা নদীতে বিস্ফোরণের ঘটনায় আগুন আতঙ্কে বৃদ্ধার মৃত্যু

ঝালকাঠি: সুগন্ধা নদীতে ফের বিস্ফোরণের ঘটনায় আগুন আতঙ্কে জয়নব বিবি (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

সোমবার (৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আতঙ্কে মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে তার মৃত্যু হয়।

পরিবার জানায়, বিস্ফোরণের ঘটনা শুনে আতঙ্কিত হয়ে পড়েন জয়নব বিবি। পরে তাকে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।

জয়নব বিবি শহরের সিটিপার্ক চর এলাকার মৃত. মোসলেম উদ্দিনের স্ত্রী ছিলেন।

স্থানীয়রা জানান, নদীতে ট্যাঙ্কারে লাগা আগুন দেখে জয়নব আতঙ্কিত হয়ে পড়েন। তিনি ঘর থেকে বের হয়ে যেতে চান। স্বজনরা তার কথা মেনে তাকে তার ভাইয়ের বাসায় নিয়ে যায়। এ সময় তিনি অসুস্থ হয়ে পড়েন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জয়নবের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০১২৭ ঘণ্টা, জুলাই ৪, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ