ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাগর নন্দিনী-২

ভাসমান তেল অপসারণ করছে কোস্টগার্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, জুলাই ৪, ২০২৩
ভাসমান তেল অপসারণ করছে কোস্টগার্ড

বরিশাল: ঝালকাঠির সুগন্ধা নদীতে দ্বিতীয় দফায় সাগর নন্দিনী-২ নামে তেলবাহী ট্যাংকার বিস্ফোরণের পর লাগা আগুন নিভে গেছে। এখন উদ্ধারকারী বিভিন্ন সংস্থা পরবর্তী কার্যক্রম পরিচালনা করছে।

যার মধ্যে নদীর পানিতে ভাসমান তেল অপসারণে কাজ করছে কোস্টগার্ড।

কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট শাফায়েত আবরার জানান, বর্তমানে তারা নদীর বিভিন্ন জায়গা ঘুরে দেখছেন, যাতে তেল নদীর বিস্তৃত এলাকা নিয়ে ছড়িয়ে না পড়ে। আর যেখানে নদীর পানির সঙ্গে ভাসমান তেল দেখা যাচ্ছে, সেখানেই ওয়েল পলিউশন কন্ট্রোল গিয়ারের মাধ্যমে তা অপসারণ করা হচ্ছে।

আধুনিক এ যন্ত্রটি ভালোভাবে কাজ করছে জানিয়ে তিনি বলেন, এ পর্যন্ত আনুমানিক ২০ হাজার লিটারের মতো তেল নদী থেকে অপসারণ করা হয়েছে। তবে এটি চূড়ান্ত হিসাব নয়। পরে বিষয়টি সেন্ট্রালি অবগত করা হবে।

উল্লেখ্য, গত ১ জুলাই দুপুর আড়াইটার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে সাগর নন্দিনী-২ নামে তেলের ট্যাংকারে বিস্ফোরণে অগ্নিকাণ্ড ঘটে। সোমবার (৩ জুলাই) উদ্ধার অভিযান শেষ করার এক ঘণ্টার মাথায় সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে একই জাহাজে আবার বিস্ফোরণে অগ্নিকাণ্ড ঘটে। আর এ পুরো ঘটনায় এ পর্যন্ত চারজনের মৃত্যু ও ১৯ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, জুলাই ০৪, ২০২৩
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।