ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টার দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
এ সময় সৌদি যুবরাজও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান। সৌদি আরবের মিনা প্যালেসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তারা এ শুভেচ্ছা বিনিময় করেন।
সৌদি যুবরাজ বলেন, বাংলাদেশ উন্নয়ন অগ্রগতির পথে আগামী দিনে আরো এগিয়ে যাবে।
অনুষ্ঠানে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে সার্বিক সহযোগিতা দিতে আগ্রহ প্রকাশ করেন সৌদি যুবরাজ। একটি সুনির্দিষ্ট কর্মসূচি নিয়ে বাংলাদেশ সফর করতে আগ্রহ প্রকাশ করেন তিনি।
বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, জুলাই ০৫, ২০২৩
এসআইএস