ব্রাহ্মণবাড়িয়া: অপরিচ্ছন্ন পরিবেশসহ নানা অব্যবস্থাপনার দায়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের চারটি বেসরকারি ক্লিনিককে জরিমানা করা হয়েছে।
বুধবার (৫ জুলাই) দুপুরের দিকে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
স্বাস্থ্য বিভাগ জানায়, অভিযান চলাকালে নবজাতক শিশু হাসপাতাল অ্যান্ড ডায়গনস্টিক সেন্টার অপারেশন থিয়েটারে ব্যবহৃত অ্যানেসথেসিয়া ড্রাগ ও মেয়াদোত্তীর্ণ অপারেশনের সরঞ্জাম থাকায় ও অপরিচ্ছন্ন পরিবেশ হওয়ায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অপারেশন থিয়েটারের কার্যক্রম সাময়িক সময়ের বন্ধ রাখা হয়। এছাড়া বিভিন্ন অব্যবস্থাপনার দায়ে গ্রিন ভিউ হাসপাতালকে ১০ হাজার, আলিফ হাসপাতালকে ৫ হাজার ও আল-খলিল ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর সহকারী কমিশনার ভূমি মো. মোশারফ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা স্বাস্থ্য অফিসের সহকারী সার্জন ডা. সম্বিতা চক্রবর্তী, মেডিকেল অফিসার ডা.আশরাফুর রহমান হিমেলসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, জুলাই ০৫, ২০২৩
এসআরএস