ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে ফুটপাত উচ্ছেদ অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, জুলাই ৫, ২০২৩
রাঙামাটিতে ফুটপাত উচ্ছেদ অভিযান

রাঙামাটি: রাঙামাটি শহরকে যানজট ও ফুটপাত দখলমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাঙামাটি পুলিশ প্রশাসন।

বুধবার (৫ জুলাই) সকালে শহরের গুরুত্বপুর্ণ এলাকা বনরুপা ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ ইমরান ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আমিন।

এ সময় তারা হ্যাপীর মোড় থেকে বনরুপার ফরেস্ট রোড পর্যন্ত অভিযান পরিচালনা করেন এবং রাস্তার দুইপাশে ফুটপাতের ভাসমান দোকানগুলো উঠিয়ে দেন।

এ সময় পুলিশ কর্মকর্তারা জানান, শহরের সৌর্ন্দয রক্ষা ও ফুটপাত দখল মুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, জুলাই ০৫, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।