ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাঁশঝাড়ে ঝুলছিল ঋণগ্রস্ত ব্যক্তির মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
বাঁশঝাড়ে ঝুলছিল ঋণগ্রস্ত ব্যক্তির মরদেহ

বগুড়া: বগুড়ার সদর উপজেলায় বাঁশঝাড় থেকে রফিকুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত রফিকুল তার ছেলেকে বিদেশ পাঠানোর কারণে বেশ কয়েকজনের কাছে ঋণ নেন।

ঋণের বোঝা-যন্ত্রণা সইতে না পেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে দাবি পরিবারের।

বুধবার (১২ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের চাঁদপাড়া গ্রাম থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, রফিকুল ইসলাম মঙ্গলবার (১১ জুলাই) রাতে তার স্ত্রীর সঙ্গে শয়ন কক্ষেই ঘুমিয়ে পড়েন। এরপর রাতের কোনো এক সময় ঘর থেকে বের হয়ে পাশেই একটি বাঁশঝাড়ের ভেতর তিনি গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। এরপর স্থানীয়রা সকালে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

বগুড়া সদর থানার উপ-পরিদর্শক আব্দুল মালেক (এসআই) আব্দুল মালেক জানান, এ বিষয়ে পরিবারের কোন অভিযোগ নেই। তবে থানায় একটি ইউডি মামলা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে এবং ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
কেইউএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।