ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কার্টুনিস্ট কুদ্দুস আর নেই 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৩
কার্টুনিস্ট কুদ্দুস আর নেই 

ঢাকা: ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি, সিনিয়র সাংবাদিক ও কার্টুনিস্ট এম এ কুদ্দুস আর নেই।  

শনিবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে শাহীনবাগের বাসায় স্ট্রোক করে মারা গেছেন বলে নিশ্চিত করেছেন এম এ কুদ্দুসের ভাই ও সাংবাদিক শাহজাহান মোল্লা।

 

শাহজাহান মোল্লা জানান, সাড়ে ৮টার দিকে শাহীনবাগের বাসায় স্ট্রোক করে মারা যান এম এ কুদ্দুস।  

তিনি সর্বশেষ দৈনিক সংবাদে কর্মরত ছিলেন। এর আগে দৈনিক ইত্তেফাকসহ আরও কয়েকটি জাতীয় দৈনিকে কাজ করেছেন।

তার জন্মস্থান রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামে।  

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৩
এনবি/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।