নীলফামারী: হয় মাদক, নয় জেলা ছাড়তে হবে বলে সাফ জানিয়েছেন নীলফামারীতে নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) গোলাম সবুর পিপিএম-সেবা। তিনি বলেন, জুয়া, চাঁদাবাজি এবং কোনো রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল চলতে দেওয়া হবে না কোথাও।
শনিবার (১৫ জুলাই) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, নীলফামারীতে সড়ক নিরাপদ করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে ফুটপাত দখলমুক্ত করা হবে। এছাড়া জুয়া, মাদক ও সব ধরনের সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে একদম কঠোর। জেলায় রাস্তায় যানবাহনে চাঁদাবাজিসহ কোনো স্থানে চাঁদাবাজি হলেই গ্রেপ্তার করা হবে। চাঁদাবাজি করলে সে যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।
মতবিনিময়ের সময় সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সারোআর আলম, জেলা প্রেস ক্লাবের সভাপতি তাহমিন হক ববি, সাধারণ সম্পাদক হাসান রাব্বী প্রধান, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল ফারুক উজ্জ্বলসহ অন্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৩
এমজে