ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে ছয়জন নিহত 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
সিলেটে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে ছয়জন নিহত  ডোবায় পড়ে আছে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি

সিলেট: সিলেট-কোম্পানীগঞ্জের বঙ্গবন্ধু মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ৯টার দিকে গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের সুন্দ্রাগাঁও এলাকার পিয়াইনগুল কলিম উল্লাহ উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অটোরিকশায় পাঁচজন যাত্রী ছিলেন। তবে মাইক্রোবাসে কয়জন ছিলেন জানা যায়নি। সালুটিকর খাগাইল সুন্দ্রাগাঁও নামক স্থানে মুখোমুখি সংঘর্ষের পর গাড়ি দুটি রাস্তার পাশে ডোবায় পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন। তবে তাৎক্ষণিক কারো নাম-পরিচয় পাওয়া যায়নি।

সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার (পরিদর্শক) শ্যামল বণিক বলেন, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জের দিকে যাচ্ছিল এবং সিএনজি অটোরিকশাটি যাত্রী নিয়ে সিলেট শহরের উদ্দেশ্যে আসছিল। ঘটনাস্থলে আসামাত্র মুখোমুখি সংঘর্ষে গাড়ি দুটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে নারীসহ ৬ জন নিহত হন। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।     

বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
এনইউ/আরএ/ এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।