ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের দ্বন্দ্ব, ছুরিকাঘাতে আহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৩
কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের দ্বন্দ্ব, ছুরিকাঘাতে আহত ২

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচর বেরিবাঁধ মাহাদিনগর এলাকায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের দ্বন্দ্বে ছুরিকাঘাতে আঘাতে দুই কিশোর আহত হয়েছে।  

গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে।

আহতরা হলো- মো. রাসেল মোল্লা (১৮) ও মাসুদ রানা বাবুল (১৭)। রাসেল থাকে হাজারীবাগ নবীপুর আর মাসুদের বাসা কামরাঙ্গীরচর মাহাদিনগরে।

আহত রাসেল জানায়, সন্ধ্যায় সে তার বান্ধবীকে ঝাউচর লাইফকেয়ার হাসপাতালের পাশে পৌঁছে দিয়ে নিজের বাসায় ফিরছিল। তখন মাহাদিনগর দিলু সরদার রোডের মোল্লা বাড়ি মসজিদের পেছনে ওই এলাকার রাকিব, আব্দুল্লাহ, প্যাডিস, প্রিন্স, তারেকসহ ২০-২৫ জন তাকে ধরে নিয়ে এলোপাতারি ছুরিকাঘাত করে। তখন রক্তাক্ত অবস্থায় সে একাই সেখান থেকে চলে আসার পর বন্ধুরা তাকে হাসপাতালে নিয়ে যায়।

আহত মাসুদ জানায়, রাসেলকে আহত করার পর একই এলাকায় তাকে পেয়ে তাকেও ছুরিকাঘাত করে ওই গ্যাংয়ের সদস্যরা।

ওই কিশোরদের সঙ্গে মাসখানেক আগে তাদের একটি মারামারির ঘটনা ঘটেছিল রাসেল ও মাসুদের গ্যাংয়ের। সেই ঘটনার জের ধরেই তাদের দুজনকে ধারালো অস্ত্রের আঘাত করেছে বলা জানায় আহতদের বন্ধুরা।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, তাদের দুজনের অবস্থাই গুরুতর। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৩
এজেডএস/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।