ঢাকা, রবিবার, ৯ আষাঢ় ১৪৩১, ২৩ জুন ২০২৪, ১৫ জিলহজ ১৪৪৫

জাতীয়

সিলেটে টিলা কাটার দায়ে ৪ জনের কারাদণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২৩
সিলেটে টিলা কাটার দায়ে ৪ জনের কারাদণ্ড

সিলেট: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুরে টিলা কাটার দায়ে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

রোববার (০৩ সেপ্টেম্বর) উপজেলার হরিপুর ৭ নম্বর নামক স্থানে পরিবেশ অধিদপ্তরের অভিযান চালায়।

অভিযানে নেতৃত্বে দেন সিলেটের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান আহমদ।

আটকরা হলেন- উপজেলার হরিপুর সিকারখা গ্রামের সমছুল ইসলামের ছেলে নজমুল আলমকে (৩৫) ছয় মাসের কারাদণ্ড, একলাখ টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড,  পার্শ্ববর্তী শ্যামপুর গ্রামের মুছা মিয়ার ছেলে হালিম উদ্দিনকে (২২) তিন মাসের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড, হরিপুর গ্রামের মৃত সুফী মিয়ার ছেলে আব্দুল মতিনকে (৬৫) এক লাখ টাকা জরিমানা এবং হরিপুর উৎলার পাড়ের মৃত তোতা মিয়ার ছেলে মকবুল হুসেনকে (৫৪),৫ হাজার টাকা জরিমানা করা হয়।


অভিযানিক দলের তথ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে টিলা কাটায় জড়িত চারজনকে আটক করা হয়।

আসামিদের বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬(খ) লঙ্ঘন করায় কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। এসময় অভিযানকালে টিলার মাটি পরিবহণে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক বদরুল হুদা। এসময় সহযোগিতা করেন নমুনা সংগ্রহকারী হরিপদ চন্দ্র দাশ, বিভাগীয় কার্যালয়ের নমুনা সংগ্রহকারী মো. রুবেল মিয়া।

বাংলাদেশ সময়: ২৩৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২৩
এনইউ/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।