ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টেকনাফে ৮০ হাজার ইয়াবাসহ পাচারকারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৪
টেকনাফে ৮০ হাজার ইয়াবাসহ পাচারকারী আটক

কক্সবাজার: টেকনাফ উপজেলায় ৮০ হাজার ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে দুপুরে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নতুন রাস্তার উত্তর পাড়ায় ইয়াবা পাচার রোধে অভিযান পরিচালনা করে কোস্টগার্ড।

কোস্টগার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নতুন রাস্তার উত্তর পাড়ায় অভিযান চালিয়ে মাহবুব রহমান (৩৫) নামে একজন আটক করা হয়েছে। মাহবুব টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ডাঙ্গরপাড়ার মো. সৈয়দের ছেলে।

খন্দকার মুনিফ তকি বলেন, দুপুরে শাহপরীরদ্বীপ থেকে টেকনাফ স্টেশনগামী একটি ইজিবাইক নতুন রাস্তা উত্তর পাড়া পৌঁছলে গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় কোস্টগার্ড সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে ইজিবাইকে থাকা এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা চালায়। পরে ধাওয়া দিয়ে কোস্টগার্ড সদস্যরা তাকে আটক করেন।

পরে ইজিবাইটির পেছনে থাকা মাছ রাখার ড্রামে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায় ৮০ হাজার ইয়াবা।

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান কোস্টগার্ডের এ গণমাধ্যম কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৪
এসবি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।