ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

হবিগঞ্জে বজ্রপাতে নারী-পুরুষ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, মে ৬, ২০২৪
হবিগঞ্জে বজ্রপাতে নারী-পুরুষ নিহত

হবিগঞ্জ: জেলায় পৃথক বজ্রপাতে নারী-পুরুষ দু’জন প্রাণ হারিয়েছেন। তারা বাড়ির আঙ্গিনায় কাজ করতে গিয়ে বজ্রপাতে মারা যান।

সোমবার (৬ মে) দুপুরে ও রোববার সন্ধ্যায় এ ঘটনাগুলো ঘটে। মৃতদের পরিবারকে সরকারি সহায়তা দেওয়া হবে।

বজ্রপাতে মারা যাওয়া দুজন হলেন জেলার বাহুবল উপজেলায় সাতপাড়িয়া গ্রামের রহিম মিয়ার ছেলে মাদরাসা শিক্ষক দানিছ মিয়া (৫২) ও চুনারুঘাট উপজেলার দারাগাঁও গ্রামের নজরুল ইসলামের স্ত্রী হালিমা খাতুন (৪৪)।

স্থানীয়রা জানান, দানিছ মিয়া রোববার দুপুরে বাড়ির আঙ্গিনায় থাকা গরুগুলোকে ঘরে আনতে যান। এ সময় বজ্রপাতে তিনি আহত হন। পরে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বাংলানিউজকে জানান, রোববার সন্ধ্যায় হালিমা খাতুন বাড়ির উঠান পরিষ্কার করছিলেন। এ সময় বজ্রপাতে তিনি আহত হলে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে হালিমা খাতুনকে মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান জানান, বজ্রপাতে নিহত দুজনের পরিবারকে ২০ হাজার টাকা করে সরকারি অর্থ সহায়তা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, মে ০৬, ২০২৪
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।