ঢাকা, সোমবার, ৪ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

ঢাকার রাস্তায় মিলল ভবঘুরের মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, মে ২৪, ২০২৪
ঢাকার রাস্তায় মিলল ভবঘুরের মরদেহ

ঢাকা: রাজধানীর মগবাজার দিলু রোডে ফুটপাত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আঙুলের ছাপের মাধ্যমে তার নাম দুলাল (৩০) বলে জানা গেছে।

শুক্রবার (২৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আল আমিন জানান, স্থানীয়দের মাধ্যমে জানা যায়, ওই যুবক ভবঘুরে প্রকৃতির। কয়েকদিন ধরে দিলু রোডে প্রিয়াঙ্কা শুটিং ক্লাবের আশপাশে ঘোরাফেরা করছিলেন। সকালে সেখানে অসুস্থতার কারণে মারা গেছেন তিনি।

তিনি আরও জানান, পরে খবর পেয়ে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আঙুলের ছাপের মাধ্যমে তার নাম দুলাল, বাবার নাম আক্কাস বলে জানা গেছে। তার বাড়ি ঢাকার নবাবগঞ্জ। আপাতত মরদেহটি মর্গের ফ্রিজে রাখা হবে।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, মে ২৪, ২০২৪
এজেডএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।